সিঁড়ি
মোল্লা আজিজুল হক
*******************
পেতাম যদি একটা সিঁড়ি
উঠে যেতাম চাঁদে
চাঁদ জোছনা অঙ্গে মেখে
নাচতাম আহ্লাদে।
আমার কথা শোন যারা
সিঁড়ির কারিগর
চাঁদে যাওয়া খুব জরুরি
ছেড়ে আঁধার ঘর।
এই পৃথিবীর মানুষ আমি
উঠলে গিয়ে চাঁদে
বিশ্বব্যাপি পড়বে সাড়া
খুশির এ সংবাদে।
ফেরার পথে পকেট ভরে
আনব চাঁদের আলো
দেখে সবাই অবাক হবে
আহা!কি জমকালো!
সেই সে আলোর পরশ দেব
সবার শরীর মনে
সকল আঁধার পালিয়ে যাবে
আলোর সাথে রণে।
*************************