<<<<<<<<<<>>>>>>

রাজা- প্রজা, আমির-ফকির
সবাই আছেন ডরে
কার নিঃশ্বাসে কোভিড-১৯
কখনযে ভর করে!

সাম্যবাদী এই ভাইরাস
ধনি-গরিব বোঝেনা
মানুষ ধরাই বড় কথা
ইতর-ভদ্র খোঁজেনা!

কোভিড-১৯ তোমায় সালাম
ঘটাও বোধের জাগরণ
যাওয়ার আগে করেতো যাও
মানবাত্মার উদ্বোধন।

~~~~~~~~~~~~~~~~