~~~~~~~~~~~~~~~~~~
উপর দিকে উঠতে হবে
নিচে নামা বাদ
করতে থাকি উপরে উঠার
তালিকার সংবাদ!
উপরে ওঠে হ্যালিকপ্টার,
বিমান, নভোযান
উঠি যদি এসবে কেউ
বাড়বে তবে মান।
বাষ্প হয়ে জলও জানি
উপর দিকে যায়
বাষ্পকণাও হওয়া ভাল
সম্মানের পাল্লায়!
ঘুড়ির স্বভাব শূন্যে ওড়া
থাকুক নিচের টান
ঘুড়ির মত ঘুরব আকাশ
বাড়বে নিজের মান!
উপর দিকে পাখি ওড়ে
ওড়ে ঈগল-চিল
উড়লে মানুষ তার সম্মান
আনন্দে ঝিলমিল।
কথা হলো যতই উপর
উঠিনা কেন আমি
শিকড় খুঁজতে প্রয়োজনে
নিচেও যেন নামি!
~~~~~~~~~~~~~~~