~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

জীবন হবে তবেই সফল হলে শুদ্ধ কর্মযোগ
মানুষ করবে তাঁর গুণগান প্রাণ যদিও হয় বিয়োগ
থাকবেনাতো কেউ-ই ধরায় থাকবে কর্ম-ব্যবহার
ভালো কাজেই জীবনটাকে করতে হবে উপভোগ!

******************************
অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ।