÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

তোমার দুঠোঁট উঠলো কেঁপে ঝড়ের আশংকায়
অচেনা এক অনুভবের আদিম বারান্দায়
দাঁড়িয়ে তুমি হারিয়ে গেছো নিজের মাঝে নেই
সুখ-সোহাগে স্বর্গ-মর্তের অপার ঠিকানায়!

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷