*************************

ফাগুন হাওয়া লাগতে গায়ে উড়ু উড়ু মন
পাখা মেলে ওড়ার ইচ্ছা জাগছে সারাক্ষণ
ফাগুনের এই ফুলের মেলায় সঙ্গী যদি পাই
স্নিগ্ধ প্রেমের পরশ দিয়ে করব আপ্যায়ন।


*************************