****************************

বলেছিল প্রিয়া এই ফাগুনে অপেক্ষার হবে শেষ
সবুজ আলো ছড়িয়ে দিয়ে আনবে প্রেম আবেশ!
শীতের শেষে বৃক্ষশাখায় কচিপাতারা দোলে
তবুও বিরহী দীঘল রাতের মুখরিত সমাবেশ!

+++++++++++++++++++++++++