(একটি শিশুতোষ ছড়া)
~~~~~~~~~~~~~~~
এক-দুই-তিন
মুক্তিযোদ্ধার কাছে আমার
আছে অনেক ঋণ।

চার-পাঁচ-ছয়
তাঁদের ত্যাগের বিনিময়ে
বাংলাদেশের জয়।

সাত-আট-নয়
মনের মত গড়ব এদেশ
আর নাইতো ভয়!

নয় এর পরে দশ
জীবন দিয়ে হলেও দেশের
রাখব সুনাম যশ।
~~~~~~~~~~