>>>>>>>>>>>>>

    বিবা,
    হা-টাকে বাদ দিয়ে এই
    নাম কি তুমি নিবা?

   ইচ্ছে হলে নিও
   নইলে ফেলে দিও।

    আমার কোন আপত্তি নাই
    এবার অন্য কথায় যাই--
    কেমন আছ তুমি
    কাটছে কেমন দিন!
    মনে আছে আমার চিঠির
    শোধ করনি ঋণ!

   কোথায় ছিলে কেমন ছিলে
   জানতে সে খবর
   ক'দিন আগে পত্র দিলাম
   দিলেনা উত্তর।

    ফের নিয়েছি কলম হাতে
    ঘুম জেগে এই গভীর রাতে
    তোমার খবর পেতে
    এবার যদি উত্তর না পাই
    বাধ্য হব যেতে!

   যেনো এটা সত্যি কথা
   দেখাচ্ছি না ভয়
   তোমার বাসায় যেতে
   এবং কিছু খেতে
   হবেনা তো সংকোচ-সংশয়!

    পরিশেষে খালা-খালু
    এবং ভাই ও বোন
    জানিয়ে দিও দোয়া সালাম
    যার কাছে যেমন!

   তোমার জন্য রইল গোলাপ
   শুভেচ্ছা ও প্রীতি
   বাক্য খরচ  না করি আর
   এখানটাতেই ইতি।

    প্লিজ বিবা চিঠি দিও
    আর করোনা লেট
    তোমার চিঠি পাইনি বলে
    মেন্টালি আপসেট!

   লিখন আমি বন্ধু তোমার
   চিড়িয়াখানায় দেখা
   সেদিন থেকে বন্ধুত্ব আর
   পত্র শুরু লেখা!
>>>>>>>>>>>>>>>>>>>>>>

ঠিক কত সালের লেখা আজ আর মনে নেই। হয়ত ১৯৯৭/৯৮ এর দিকে হবে।
এই ছড়াসমৃদ্ধ চিঠি পেয়ে বন্ধু
লিখন আর হাবিবার প্রেম হয়েছিল।