প্রেমসূত্র
♪♪♪♪♪♪♪♪
তোমার দীঘল চুলের আঁধার
পথ করে দেয় ভুল
হাঁটি আমি নিমগ্ন মশগুল!
অশেষ পথের একলা পথিক
ঘোর লাগা রাতদিন
চুলের মায়ায় আজকে উদাসীন!
আঁধারতো নয় আলোর ঝিলিক
লাগলো হৃদয়পুর
মনপিয়ানো তুললো প্রেমের সুর!
>>>>>>>>>>><<<<<<<<<<<<