আহা!
চিঠি লেখার দিন গিয়েছে কবে!
হাতে হাতে মোবাইল এলো যবে
চিঠির বদল SMS - এ প্রেম
জমছে ভীষণ নতুন অনুভবে!

সকল কথা গোপন হাতের মুঠোয়
বাবা-মাকে কিসের তবে ভয়!
সবার চক্ষু ফাকি দিয়ে
নতুন পথে প্রেমের হবে জয়!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^