✪✪✪✪∞∞∞✪✪✪✪
এ বৈশাখে তোমার সাথে
রৌদ্র রঙিন মেলায়
পারলাম কই যেতে সখি
জীবন যোগের খেলায়!
গান হলোনা বটের ছায়ায়
শূন্য জনপথ
তুমি আমি নতুন আশায়
তবু্ও একমত-
আবার আমার হাতের মুঠোয়
থাকবে তোমার হাত
মিলবে মানুষ পথের ডাকে
আমরাও একসাথ!
ফুটবে আবার নতুন আলো
আসবে খুশির ভোর
নতুন গানে উঠবে জেগে
গ্রাম-পাড়া-প্রান্তর!
তোমার-আমার মুগ্ধ পরশ
আনবে শিহরণ
বদলাবে না বৈশাখী রূপ
এযে চিরন্তন!
°°°°°°′°°°°^^^^^^^°°°°°°°°°°