>>>>>>>>>>>>>>>>>>>>
জীবন ভরে
পথের পরে
সঠিক পথের খোঁজে
ঘুরছে খ্যাপা
সইছে হ্যাপা
তবুও পথেই মজে!

কোন পথে কার
মুক্তি অপার
কেউ জানেনা তা
তারপরও সে
পড়ছে হেসে
পথের নামতা!

আসল বাসা
সব ধোঁয়াশা
ঠাঁই ঠিকানা শূন্য
মনের ভুলে
পূজার ফুলে
কে কারে দেয় পূণ্য!
<<<<<<<<<<<<<<<<
আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।