পরীর হাওয়াই মিঠাই খাওয়া
(একটি শিশুতোষ ছড়া)
====================
একটি পরীর ইচ্ছে হলো
হাওয়াই মিঠাই খাবে
জানেনা সে কোথায় গেলে
হাওয়াই মিঠাই পাবে!

বলল মাকে ছোট্ট পরী
মনের কথা খুলে
মা বললেন এই বায়না
এক্ষুনি যাও ভুলে!

পেটের-পীড়া- জ্বর-সর্দি
নানান রকম রোগ
হাওয়াই মিঠাইর সাথে আছে
এসবের সংযোগ!

মা'য়ের কথায় কেঁদে-কেটে
ঘুমিয়ে পড়ে পরী
বাবা এসে উড়ে চলেন
মেয়ের হাতটা ধরি।

পাহাড়-সাগর, বন-বনানী
পাড়ি দিয়ে শেষে
বাবা-মেয়ে নামেন সবুজ
শ্যামল বাংলাদেশে!

বাংলাদেশের শহর-নগর
গ্রাম-গঞ্জ ঘুরে
ভীষণ মায়া জন্মে বাবা
মেয়ের হৃদয় জুড়ে!

গাঁয়ের পথে হঠাৎ  কেযে
ডাকে হাওয়াই মিঠাই
পরী বলে হাওয়াই মিঠাই
এক্ষুনি তা চাই!

বাবা-মেয়ে মনের সুখে
হাওয়াই মিঠাই কিনে
কাঠি ধরে খেতে থাকে
স্বাদটাও নেয় চিনে!

পরী বলে হাওয়াই মিঠাইর
কী অমৃত স্বাদ!
বাবা-মেয়ে দুজন নিলাম
মা-ই গেলো বাদ!
=====================