================

ঈদবাজারে জামা-কাপড় কিংবা কিনুন শাড়ি
সাথে পাবেন পরামর্শ নিয়ে যাবেন বাড়ি।

বাড়ি গিয়ে বালতিতে নিন লিটার দশেক পানি
এক-চা চামুচ মিশান তাতে ব্লিচিং পাউডার আনি!

ঘুটা দিবেন ঘুটনি দিয়ে মিশে যাবার পর
সাতাশ মিনিট ভিজান কেনা সমস্ত কাপড়!

দেড়হাতি এক লাঠি দিয়ে মিনিট পাঁচেক ধরে
ভিজানো সেই কাপড়গুলো খচেন আস্ত করে!

এবার চিপে নিংড়ে পুরো বাহির করুন জল
টাটকা রোদে শুকিয়ে নিলেই করোনা বিকল!

কাপড় কিনে মাগনা পাওয়া করোনা ভাইরাস
তাহার থেকে বাঁচতে হলে করুন এ সন্ত্রাস!

œœœœœœœœœœœœœœœœœœ