পড়া! পড়া! পড়া!
         মরণ!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আম্মু বলেন পড়রে সোনা
আব্বু বলেন পড়্
পড়ার কথা শুনলে আমার
গায়ে আসে জ্বর!

আমার কেবল ইচ্ছে করে
সকাল-দুপুর-রাত
দেখবো টিভি, টিভির সামনে
খাবো নাস্তা-ভাত!

কারেন্ট গেলে করবো গোসল
কিংবা গোসলখানায়
টিভি রেখে মনের সুখে
ঢালবো পানি গায়!

টিভির ভিতর কত্ত কিছু
শেখার এবং জানার
আম্মু-আব্বু কেউই নয়
এই কথাটি মানার!

তাদের শুধু তিন সত্যি
পড়-পড়-পড়
পড়া শেষে থাকলে সময়
টিভির রিমোট ধরো

*****************