পদবি
******
তারা ক'জন নৌকা করে
হচ্ছে নদী পাড়
তাদের সাথে ছিল একজন
মহেন্দ্র হালদার।

আরেক জনার মুখেতে পান
নড়ছিল দুই গাল
তিনি বলেন নামটি আমার
নগেন্দ্রনাথ পাল!

অন্য জনা রাজনীতিবিদ
কথায় ঝরে আগুন
জানা গেল নামটি তাহার
অভয় চরণ গুণ!

নৌকা যিনি চালান তিনি
খগেন চন্দ্র মাঝি
কড়ি পেলে রাত্রি দিবা
নৌকা বাইতে রাজি।

সকলের নাম শুনে রহিম
থাকে চুপটি করে
তোমার নামও বলতে হবে
সবাই তাকে ধরে

রহিম বকস্ বৈঠা আমি
ডাঙায় বসবাস
কিন্তু আমি জলের সাথে
কাটাই বারোমাস!

বৈঠা শুনে সবাই অবাক
এ-ওর দিকে চায়
বাপের জন্মে শোনে নাইতো
এই পদবি হায়!!

তোমরা সবাই গুণ-হালদার
মাঝি এবং পাল
আমি রহিম বৈঠা হয়ে
মিলিয়ে যাই তাল!
****************