✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘

পিঁপড়েগুলো ভালোই ছিল
এবার পেল পাখা
আগুন দেখে ঝাপ না দিয়ে
যায় কি বল থাকা!

পিঁপড়ে আগুন মরার খেলা
দারুণ বিনোদন
আগুন প্রাণে ছন্দ আনুক
ঘিয়ের আয়োজন!

✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘
জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ।