==============
  চার পা বা দুই পা
  সেটা কোন কথা নয়
  দাঁড়ানোটা মূল কথা
  তাতে তার পরিচয়!

        সৃষ্টির সেরা যে
        ছেড়ে এসে গর্ভ
        করতে সে পারে কি
        দাঁড়ানোর গর্ব!

  দাঁড়াতে যে হয় তাকে
  কাঠ-খড় পুড়িয়ে
  তবেই সে সেরা হয়
  কত পথ ফুড়িয়ে!

        কারো পা থেকে নেই
        অন্যের পা'য়ে ভর
        দিয়ে দিন বেশ কাটে
        চাটুকার-বর্বর!

  এরা শুধু খোঁড়া নয়
  নষ্ট ও ঘৃণ্য
  সমাজের সবখানে
  ফেলে পদচিহ্ন!
================