******************

আমি যদি বাতাস হতাম
বন্ধু হত সবাই
বেঁচে থাকার রসদ আমি
বন্ধুর কাছে পাই।

বন্ধুর বাস মনের গভীরে
জ্বলে থাকা ধ্রুবতারা
আঁধার জীবনে বন্ধু জানি
আলোকের ঝর্ণাধারা!  

সময় থমকে দাঁড়িয়ে থাকে
শূণ্যের কোঠায়
সকাল-সন্ধ্যা সব একাকার
বন্ধুর আড্ডায়!

টাকার অভাব!দুজনে চুমুক
এক পেয়ালা চায়ে
গল্পের ছলে কত পথ হাঁটে
বন্ধুরা পায়ে পায়ে!

কত ভালবাসা!কত অনুরাগ!
আর কত খুনসুটি!
জীবনের শত ঘাত-প্রতিঘাতে
বন্ধু নেয়না ছুটি!

তুমি অর্ধেক আমি অর্ধেক
মিলনে বন্ধু এক
বন্ধু যারা তারা কি এমন
একবার ভেবে দেখ্!

*****-****--***************
আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।