★★★★★★★★★★★★

আলতো করে ছুঁয়ে আমায়
জাগাও শিহরণ
তোমার ছোঁয়ায় দিশেহারা
কেমন করে মন!

কেঁপে কেঁপে উঠি আমি
লজ্জা রাঙা জলে ঘামি

মোমের মত গলাও আমায়
মধুর আলাপনে
তখন যেন আমার আবাস
অন্য এক ভুবনে!

★★★★★★★★★★★★