অন্য আমি
              ***********
যখন তুমি দৃষ্টি রাখো আমার পানে
আমায় ঘিরে বাতাস নাচে মধুর গানে
তখন যেন বদলে গিয়ে অন্য আমি
প্রেমের ভেলায় ভাসতে থাকি মুগ্ধ প্রাণে।