××××××××××××××××××××××
ওরে আমার মন চুন্নি
বর্ণচোরা পাখি
আমি শুধু তোরে নিয়া-ই
সকাল-দুপুর থাকি!

      তুই যে আমার বসন্তকাল
      তোরই প্রেমে মত্ত মাতাল

বুকের বায়ে প্রেমের নীলাভ
আগুন জ্বেলে রাখি!
ওরে প্রেমের অভিনেত্রী
বর্ণচোরা পাখি!

      মনটা যে তোর বিরাট পুকুর
      কাটছি সাঁতার রাত্রি-দুপুর-

পেলাম না তল তবু আমি
জীবন হলো ফাঁকি
অনলাইনের প্রেমিকা তুই
বর্ণচোরা পাখি!
××××××××××××××××××××××