ওকানানু'র শীতানুভূতি
""''"""'"""'""'''''''''''''''''''''''''''''
শীত আসছে এই চিন্তায়
ওকানানু কাতর
শীতের আগেই জমে বরফ
কাঁপছে থরোথর্

আমি বলি, হায়রে নানু
শীতের ভয়ে মরো!
তোমায় দেখে শীত পালাবে
এমন কর্ম করো!

আমার কথায় ওকানানু
একটু সাহস পায়
ব্যগ্র হয়ে আমার কাছে
কর্ম জানতে চায়।

আমি খানিক সরে গিয়ে
বলি নানু শোন
তোমায় ধরে শীতের এমন
শক্তি আছে কোন!

শীত তোমাকে গুরু মানবে
বলছি কসম খেয়ে
তাপমাত্রা যতই নামুক
আসুক বাতাস ধেয়ে!

শীতের রাতে উদলা গায়ে
বাসার ছাদে যাবে
যত পারো বুকডন দাও
ঘামের দেখা পাবে!

শীতেরভোরে হাফপ্যান্ট আর
স্যান্ডোগেঞ্জি গায়ে
দৌড়ে এসো কয়েক কিঃমিঃ
কেডস্ পড়ে দু'পায়ে!

করবে গোসল রাতের তোলা
ট্যাঙ্কি ভরা জলে
শরীর কেমন গরম হবে
বলছি দু'কান মলে!

এমন যদি করতে পারো
কয়েকশ গজ দূরে
শীত দাঁড়িয়ে তোমার স্তুতি
করবে করুন সুরে!
***********************
মোল্লা আজিজুল হক
২২/১২/২০১৯
------------------------------------