=============
মিথ্যে মানে চমকলাগা
রঙিন এই জীবন
মিথ্যে এখন রক্তকণায়
মিথ্যে বড় ধন!
বুদ্ধি-বিবেক সারাক্ষণই
মিথ্যেতে দেয় সার
মিথ্যেজীবি এই সমাজের
বিরাট অহংকার!
মিথ্যে ছাড়া ভাল্লাগেনা
কেবলই খাপছাড়া
প্রয়োজনে মিথ্যে বলার
মানুষ করি ভাড়া!
মিথ্যে আমি মিথ্যে তুমি
মিথ্যে জগৎভরা
আমার কথা নয় ফেলনা
ভেবোনা মশকরা!
মিথ্যে করো ধারণ-লালন
ওহে যুধিষ্ঠির
দেখবে তখন তোমায় নিয়ে
সকলে অস্থির!
===============