অগ্নিকাল
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"'''''''''''
পলাশ-শিমুল রঙের আবির
ছড়িয়ে দিয়ে বাতাসে
ভাষার দাবির আগুন জ্ব্বালে
প্রতিবাদীর নিঃশ্বাসে!
ছিনিয়ে নিতে হবেই হবে
মাতৃভাষার অধিকার
প্রয়োজনে জীবন যাবে
রক্ত যত দরকার!
বাংলা মায়ের দামাল ছেলের
বজ্রমুঠি উর্ধ্বে হাত
কন্ঠে জ্বলে আগুন শ্লোগান
দূর হয়ে যায় আঁধার রাত!
রক্ত দিলেন সালাম-শফিক
বরকত আর জব্বার
তাঁদের রক্তে বাংলা পেল
রাষ্ট্রভাষার অহংকার!
=====================