#নতুন পরিচয়#
মোল্লা আজিজুল হক
**********************
(একটি শিশুতোষ ছড়া)
ঘুড়ি হতে চাইনা আমি
ইচ্ছে সুতায় বাঁধা
উড়ি আমি যতই দূরে
নিচে নবাবজাদা-
লাটাই হাতে উড়ায় আমায়
সুতা ছাড়ে-টানে
বাধা পড়ে কেবল আমার
মুক্ত হবার গানে!
পাখি হওয়া সবচে ভাল
সকল বাঁধা ফেলে
দেশ-বিদেশে ঘুরে বেড়াও
মুক্ত ডানা মেলে!
কেউ বলেনা যাচ্ছো কোথা
কেন এত তাড়া
বললে কেহ শুনি নাকো
একটুখানি দাঁড়া!
না হয় হব প্রজাপতি
পাখায় দিয়ে ভর
ইচ্ছেমত বসবো গিয়ে
নানান ফুলের 'পর!
ফুলের রেণু মাখব গায়ে
নাইতো কারো মানা
স্বাধীনতার মানে ও-ভাই
আমার আছে জানা!
নিদেন পক্ষে ফড়িং হব
স্বচ্ছ রঙিন পাখায়
নিজের মত ব্যস্ত রব
ওড়ার ছবি আঁকায়।
আমার জন্য মুক্ত থাকুক
সকল বাধা-ভয়
নতুন দিনের শিশু আমি
নতুন পরিচয়।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
লালমনিরহাট।