নতুন বছর সঙ্গে এনো
রোদ ঝলমল হাসি
সঙ্গে এনো অযুত শুভ
স্বপ্ন রাশি রাশি।

নতুন বছর সবার বুকে
দিও ফুলের ঘ্রাণ
সাহস দিও সবার মনে
গাইতে জয়ের গান।

নতুন বছর সবার জন্য
দেখাও আলোর পথ
সবাই মিলে গড়ি যেন
সৃষ্টি সুখের রথ।
==============
(অনেক পূর্বের লেখা।পোস্ট করতে একটু দেরি হল)।