নিরামিষাশী বিড়াল
মোল্লা আজিজুল হক
(একটি শিশুতোষ রম্য ছড়া)।
""""''''''''''''''''''''''''""""''''''''"''''""""""""'''
বিড়াল ভায়া বাজার গেল
মাছ কিনবে বলে
অবাক বিড়াল মাছের গায়ে
দামের আগুন জ্বলে!

আগুন দেখে বিড়াল ভায়া
কটমটিয়ে চায়
ইচ্ছে করে মাছের বদল
বিক্রেতাকে খায়!

ব্যর্থ হয়ে রাগে-ক্ষোভে
কষ্টে বিড়াল হাসে
মাছের গায়ে লেজ বুলিয়ে
সবজি বাজার আসে।

খাবোনা আর মাছ-মাংস
বিড়াল করে পণ
নিরামিষে শরীর স্বাস্থ্য
করবে নিয়ন্ত্রণ!

অল্প টাকায় সবজি কিনে
ব্যাগটা  ওঠে ভরে
মনের সুখে গান গেয়ে সে
ফিরে আসে ঘরে।
***********************