⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕
গরিব মানুষ মরেনা ভাই
কক্ষনো না খেয়ে
বাজারমুখে দামের তুফান
যতই আসুক ধেয়ে!
খাওয়ার জন্য বাঁচাতো নয়
বাঁচার জন্য খাওয়া
কদ্দূর আর তাড়িয়ে নেবে
বাড়তি দামের ধাওয়া!
⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕
(বাংলা কবিতা ডট কম এ আজকে ছড়াকার শ.ম.শহীদ এর ছড়া পড়ার পর)।
সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ