(একটি শিশুতোষ ছড়া)

~~~~~~~~~~~~~
প্রজাপতির রঙিন পাখায়
দিয়ে আলতো ভর্
উড়ে এসো ঘুরে এসো
তোমার গড়া ঘর!

মনের ডানায় মুক্ত তুমি
ঘুরবে বিশ্বময়
মনের স্বাধীনতা দিয়ে
বিশ্ব করবে জয়।
~~~~~~~~~~~~~~~