✘✘✘✘✘✘✘✘✘✘✘✘
রাখাল ছেলে বলেছিল
বাঘ এসেছে বাঘ
লাঠি নিয়ে সবাই এলো
কেউ করেনি রাগ!
মানুষ দেখে রাখাল ছেলে
হেসেই গড়াগড়ি
বোকা হয়ে ফিরল কাজে
সবাই পড়িমরি!
এমন করে দুদিন গেলো
সবাই হলো বোকা
মিথ্যে বলে রাখাল ছেলে
দিল মস্ত ধোকা!
মিথ্যে বলার আনন্দ সে
করল উপভোগ
জানতনা সে মিথ্যে বলা
বড় একটি রোগ!
তৃতীয় দিন বাঘ এসেছে
করল সে চিৎকার
কেউ এলোনা আর এগিয়ে
সবাই নির্বিকার!
ভাবলো সবাই মিথ্যে বলা
রাখাল ছেলের ছল
কিন্তু রাখাল বাঘ এসেছে
ডাকছে অনর্গল!
সত্যি সেদিন বাঘটি এসে
মটকে দিল ঘাড়
এমন করেই জগতে হয়
মিথ্যেবাদীর হার!
✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘
জুন,২০২১ খ্রিস্টাব্দ।