যানজট-জনজট
দুর্ভোগ কমাতে
ট্রাফিক আইন না মানা
লোকগুলো দমাতে

শুরু হল ঢাকাতে
মেট্রোরেল
রাজধানীবাসি বড়
সুখে উদ্বেল।

স্বস্তি ও নিরাপদে
এবার ভ্রমণ
হাপ ছেঁড়ে বাঁচলো
ঢাকাবাসি গণ।

যাতায়াতে যোগ হল
নতুন বাহন
করো তার যত্ন
সংরক্ষণ।।
***********