⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕
সেই যে কবে মাছ এসেছে
জল ছেড়ে এই ডাঙাতে
এসে দেখে সবল মানুষ
দুর্বলের ঘাড় ভাঙাতে-
ব্যস্ত আছে দিনরাত্রি,
ক্ষমতা চায় নিরঙ্কুশ
তাইনা দেখে বড় মাছের
ফিরে আসে আপন হুশ!।
তখন থেকেই মৎস্যকুলে
ঘটে গেছে মাৎস্যন্যায়
বড়মাছ খায় ছোটমাছকে
কিসের আবার ন্যায়-অন্যায়!
⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕
২২ জুন ২০২১ খ্রিস্টাব্দ।