(কবি অধম আলী আমার লেখা "মজিদ চাচার ফ্যান" কবিতা পড়ে যে প্রশ্নবোধক মন্তব্য করেছেন তার উত্তরে লেখা)।
******************
প্রশ্ন করে
অধম আলী, মোল্লা কবি ক্যান
এত চাচা
থাকার পরে মজিদ চাচার ফ্যান?
শুনুন তবে
অধম আলী, মজিদ চাচা বেশ
বুদ্ধিজীবী
চিন্তাতে তার ঘোরে আপন দেশ।
জনসংখ্যা
কম থাকলে এদেশের মঙ্গল
স্বাধীনতার
প্রশ্নে বিয়ের ভালো হয়না ফল।
মজিদ চাচার
শুভবুদ্ধি গ্রহন করলে সবে
জেনে রাখুন
ব্যক্তি এবং দেশের ভালো হবে।
তাইতো আমি
মনে-প্রাণে মজিদ চাচার ফ্যান
গর্ব আমার
ঘটে জমা আছে অনেক জ্ঞান।
******************