(প্রখ্যাত ছড়াকার শ.ম.শহীদ এর ২১ এপ্রিল প্রকাশিত ছড়া "মজিদ চাচা" পড়ার পর)।
***********
সবাই হলে
মজিদ চাচার মত
এই দেশটা
কত্ত ভালো হতো।
জনসংখ্যার
যেত লাগাম টানা
উদরপূরে
খাওয়া যেত খানা।
ঘরে বাইরে
থাকতো স্বাধীনতা
ইচ্ছে মতো
বলা যেত কথা।
মজিদ চাচার
চিন্তা মাথায় লই
আসুন সবে
বিয়ে বিমুখ হই।
আমি কিন্তু
মজিদ চাচার ফ্যান
আমার মতো
জাগুক সবার জ্ঞান।
***********