~~~~~~~~~~~~~~~~~
বাঘের গায়ে শীত নেমেছে
আসার আগেই মাঘ
প্রকৃতিও চোখ রাঙিয়ে
বলে ভেলকি লাগ!
ভেলকি লেগে শীতে জেগে
কাটে রাত্রি-দিন
স্বল্প আয়ের মানুষ গুলোর
জীবনটা সঙ্গিন।
হৃদয় যাদের মায়ায় ভরা
চিত্তে বিত্তে উদার
তাঁরা খানিক এগিয়ে এসে
নিন মানুষের ভার।
সাধ্যমত গরম কাপড়
করুন বিতরণ
শীতের কামড় থেকে বাঁচুক
রিক্ত জনগণ।
~~~~~~~~~~~~~~~~~~~