মা ও খোকার কথপোকথন
"""''"'''"''''''''''''''''''''''''''''''''''''''''''''''
সাত সকালে উঠে মাতা
নাস্তা রেডি করে
লেপের ওমে খোকা তখন
ঘুমের রাজ্য ঘোরে।
মাতা বলে ওঠো খোকা
বাথরুমটা সারো
ব্রাশটি লাগাও জলদি দাঁতে
কাজ আছেযে আরো।
নাস্তা সেরে ঝটপটাপট
ইউনিফর্ম পড়ো
বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে
স্কুলের পথ ধরো।
খোকা বলে মাগো তুমি
দেখো বাইরে চেয়ে
কনকনে শীত ঘোর-কুয়াশা
আসছে কেমন ধেয়ে।
এমন শীতে কে বলো চায়
স্কুলেতে যেতে
তারচে থাকি লেপের তলে
উষ্ণতাতে মেতে।
হাত-পা কাঁপে ঠকঠকঠক
থাকেনাতো বোধ
তবু তুমি স্কুল যেতে
করছো অনুরোধ।
মাগো তোমার হয়না মায়া
ছোট্ট খোকার কথায়
শীত কুয়াশায় বাঁধলে অসুখ
তখন কী উপায়!
করবি কী বাপ যেতেই হবে
স্কুল যখন খোলা
মানতে হবে লাগলে গায়ে
কঠিন শীতের দোলা।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^