*****************************

মায়ের মধুর হাসি দেখে চন্দ্র লুকায় মুখ
তাইনা দেখে আমার মনে সাতজন্মের সুখ
মা'য়ের হাসি দেখে ভাঙে লজ্জাবতীর ঘুম
বৃষ্টি হয়ে পড়ে যেন মা'য়ের হাজার চুম
আমার কপাল জুড়ে,
আদর সোহাগ সুরে-
ঘুম পাড়াতেন মা'যে আমায় রাত হলে নিঝুম!

*****************************