⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕
লকডাউনের লক নড়বড়
চাবি ছাড়াই খোলে
মেন্টালিটি ডাউন সবার
দ্বিধা-দ্বন্দ্বে দোলে!
লকটাকে তাই সঠিকভাবে
করতে হবে মেরামত
ডাউন তখন উঠবে আপ-এ
দেখাবে সে কেরামত!
বুঝতে হবে সবার আগে
লকডাউনের মানে
জীবন আগে জীবিকা নয়
বাঁচতে হবে প্রাণে!
✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘✘