লিমেরিক : মানুষ
++++++++++++++

একটি হাতে রথের রশি আরেক হাতে তাজিয়া
নির্বাণ লাভ করি আমি ক্রুশে যীশু সাজিয়া
ঘটলে বোধের জাগরণ
তবেই লভি মানব মন
মানুষ যোগে উঠুক ধরায় মিলন বাদ্য বাজিয়া।

++++++++++++++++++++++++