××××××××××××××××××××××××××××××××××

ঋণের দায়ে মানুষ ডুবুক কর্তারা  থাক ডাঙায়
কারণ এসব ঋণ এসেছে মানুষের নাম ভাঙায়
মানুষ ঋণের যতটা পায়
তারচে বেশি কর্তারা খায়
মানুষগুলোর উপর আবার তারাই চোখ রাঙায়!!

×××××××××××××××××××××××××××××××××××