=================
আজ মেঘেরা দুয়ার দিল খুলে
জল-কণারা নাচছে হেলেদুলে
বন্দীদশা আঁধার ছেড়ে
বৃষ্টিফোটা আসবে তেড়ে
সতেজ মাটি ভরবে ফসল-ফুলে!
‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~