~~~~~~~~~~~~~~
নীলাঞ্জনার নীলাভ আঁখি বাদল মেঘে ছাওয়া
অরূপ-রতন মণিকাঞ্চন হয়নি খুঁজে পাওয়া
হীরক ভেবে ধরতে গিয়ে
ফিরেছে সে কয়লা নিয়ে
চোখের জলে এখন তাহার বিষাদ গীতি গাওয়া!
~~~~~~~~~~~~~~