>>>>>>>>>>>>>>>>>>>>>>>
এক.
বাতাস তা-ও বিষাক্ত আজ মানুষ পোড়া গন্ধে
অস্বাভাবিক সহজ জীবন চলছে উল্টো ছন্দে
এক করোনা বিরাজমান
করছে হরণ হাজারো প্রাণ
তুমি দয়াল খেলছো খেলা কীসের সুখানন্দে!
দুই.
আমরা দয়াল ফরিয়াদি জানাই ফরিয়াদ
তোমার গড়া মাটির পুতুল হয়ে যায় বরবাদ
জানি তোমার খেলার পুতুল
নিজ ইচ্ছায় করেনা ভুল
তবু তারা কার পাপে যে পায় মৃত্যুর স্বাদ!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ।