====================

দিন শেষে নীড়ে ফেরে সন্ধ্যার হাঁস
বুকে তার অনাবিল জলের সুবাস!
বাতাসের সাথে কথা মুক্তডানার
অতবড় আকাশে অভয় সাঁতার!
ঠিক তারে চিনে রাখে রোদমাখা ঘাস!

=====================
সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ।