(একটি শিশুতোষ ছড়া)
>>>>>>>>>>>>>>

অঝর ধারায় বৃষ্টি হবে
বর্ষাকালের নিয়ম
এবার বৃষ্টি লাজুক যেন
ঝরছে অনেক কম!

বৃষ্টি নামো দাও বিছিয়ে
জলের বিছানা
তোমার কোলে থাকব শুয়ে
কথা মিছা না!

তোমার সাথে খুনসুটিতে
মা করবেন রাগ
তবুও যেনো জলের প্রতি
আমার অনুরাগ!

জলের সাথে করব খেলা
গাইব জলের গান
বৃষ্টি এসো বৃষ্টি এসো
দাও জুড়িয়ে প্রাণ!
>>>>>>>>>>>>>>>
১০ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ।