ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
সেদিন বিশেষ প্রয়োজনে
গেলাম বাঁশের বাসায়
ওমা একি! গেইটে এসে
কঞ্চি ভীষণ শাসায়!
বলে কেন বারেবারে
বাজাও কলিংবেল
একি তোমার মামাবাড়ি
ছোট্টকালের খেল্!
ষাঁঢ়ের মত চেচাও আবার
নাই কাণ্ডজ্ঞান
এই সময়ে বাসার মানুষ
ভাতঘুম যে দেন!
বলো তুমি চাচ্ছো কাকে
কোন কর্মে আসা!
জেনে রেখো এটি হলো
ভদ্রলোকের বাসা!
থতমত খেয়ে আমি
সবই ভুলে যাই
কাষ্ঠকন্ঠে বলি শুধু
বাঁশের দেখা চাই!
জরুরি কাজ ওনার সাথে
একটু ডেকে দিলে
কথা সেরেই বিদায় নিতাম
দেখা যদি মিলে!
উনি এখন ঘুমিয়ে আছেন
কঞ্চি রেগে আগুন
কাজের কথা পরে হবে
মানে মানে ভাগুন!
বলি আমি কখন এলে
পাবো বাঁশের দেখা
কঞ্চি বলে তারকি কোন
সময় আছে লেখা!
ফিরে আসি নিজের ঘরে
ভারাক্রান্ত মন
এই জামানায় বাঁশের চেয়ে
কঞ্চি বড় জন!
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ