কবিরাজ-ডাক্তার

---- মোল্লা আজিজুল হক
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
একটি বিষয় ভেবে আমার
দারুণ অহংকার
কারণ আমার দেশটা ভরা
কবিরাজ-ডাক্তার!

আরো আছেন ফকির-ওঝা
তাবিজ- কবজ- ফুক
দিয়ে সকল অসুখ সারান
ভাবতে ভীষণ সুখ!

সামাজিক মাধ্যমে ওদের
অবাধ বিচরণ
পয়সা ছাড়াই ওষুধ দিতে
ব্যস্ত থাকে মন!

প্রমাণ দেখুন সামনে আছে
এই করোনাকাল
হাজার রকম পরামর্শে
গুলিয়ে যায় তাল!

করোনাকাল বাড়িয়ে দিলো
ওদের সংখ্যা আরো
সুস্থ থাকতে চাইলে দাদা
ওদের পথ্য ছাড়ো।
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷