খাসির বদল পাঁঠা
--------মোল্লা আজিজুল হক
================

বিয়ের খাসি কিনবে বলে
হাটে গেল হাদা
খাসির বদল আনল পাঁঠা
জানল না-তা দাদা!

খাসি ভেবে রান্না হল
বুড়ো পাঁঠার গোশ্
খাওয়ার পরে শুরু দাদার
নিদারুন আফসোস!

নতুন বৌয়ের রূপে-গুণে
মুগ্ধ পুরো পাড়া
বাসর রাতে দাদার ডাকে
বৌ দেয়না সাড়া!

পাঁঠার মাংস খেয়ে দাদার
গায়ে পাঁঠার ঘ্রাণ
তারই গন্ধে নতুন বৌয়ের
ওষ্ঠাগত প্রাণ।

গভীর রাতে পরে দাদা
বৌয়ের হাতে-পায়
বডি স্প্রে,আতর-গোলাপ
কত কি লাগায়!

তবু বৌয়ের মন গলেনা
বলে দূরে যাও
নইলে দেব নিচে ফেলে
চেষ্টা মিছে ফাও!

রাতটা দাদার করল মাটি
কুক্ষণে সেই পাঁঠায়
ইচ্ছে করে পাঁঠা ক্রেতার
মাথাটা সে ফাটায়।
===============